উপলব্ধি
-নূর মোহাম্মদ মুন
মনে হয় রাডারহীন একটি জাহাজ ভাসছে সাগরে
মনে হয় আদর্শহীন একটি সমাজে ভাসছে মানুষে
ন্যায়দন্ড, মানদন্ড, মান-সম্মান-ইজ্জত আর অনুকরণীয়
আদর্শমানুষ আছে সব মহাশ্মশ্মানে বা কবরে
আমরা জীবিতও না, উজ্জীবিতও না…
সমাজের উপচে পরা জিন্দা লাশে
আকাশ বাতাস পুঁতি গন্ধময় আর আমাদের
নৈতিক অবক্ষয় আর ক্ষয়…আর ক্ষয়…
আর মনে রেখো তুমিও এই সমাজেরই প্রডাক্ট
অথবা বাই এনিচান্স বাইপ্রোডাক্ট…
মাঝে মাঝে মনে হয় সুপারস্ট্রাকচার হয়ে যাই
অথবা আমার মূর্তমানতা ধরণীতে মিশে যাক
ক্ষয়ে যাক, পোকামাকড়ে খেয়ে যাক…
সমাজের ঘুণপোকায় খাওয়ার তুলনায় বরং
এই রাত্রির মতো আমারো বিমূর্ততা ছড়িয়ে পরুক
চরম নিস্তব্ধতায়…অথবা গভীর কালো নিঃসঙ্গতায়…
শূণ্য মনে হয়-শূণ্য মনে হয়-তবুও তো শূণ্য গোয়াল ভালো
কেন যে ভালো মনে হয়….! ভালো মনে হয়।