আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
এ সভা কেন্দ্র করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে সাধারণ মানুষের আশার প্রবেশপথ পুলিশ, আনসার ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বসানো হয়।
এ কারণে সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের কোনো দফতরে প্রবেশ করতে পারেনি।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে এবং লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সভা কেন্দ্র করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়নি।
এ বিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন, উপজেলা পরিষদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।