
স্টাফ রিপোর্টার: সততা, নিরপেক্ষতা ও দেশ প্রেমের চেতনায়, “মা, মাটি ও মানুষের কন্ঠ” এই স্লোগানকে ধারণ করে, তথ্য প্রযুক্তির যুগে সময়ের সাথে তাল মিলিয়ে যুগপযোগী ধারায় নিজেকে তুলে ধরার প্রত্যয় নিয়ে সাপ্তাহিক চলনবিল এর অনলাইন সংস্করণের যাত্রা শুরু হলো।
আজ (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী, উপসচিব সুব্রত পাল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহঃ

রেজিষ্ট্রার মোস্তাফিজুর রহমান নয়ন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আবু হানিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুক, চলনবিল প্রবাহের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন রিপন, নির্বাহী সম্পাদক আলতাফ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলনবিল প্রবাহ এর উপদেষ্টা সম্পাদক আব্দুল মান্নান।