নাটোর প্রতিনিধি : বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদী তিন বীরকে সম্মাননা দিলেন সমকাল সুহৃদ সমাবেশ। শুক্রবার বিকেলে শহরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শেষে সম্মাননা দেওয়া হয়। অধ্যাপক আলক মৈত্রের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ ও স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ রিয়াজ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নিশাত তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলা টিভি নাটোর প্রতিনিধি মেহেদী হাসান বাবু, নাটোর কন্ঠের প্রকাশক খন্দকার মাহাবুবুর রহমান, সমকাল প্রতিনিধি আশরাফুল ইসলাম, সুহৃদ সমাবেশের সদস্য সচিব মাহাতাব আলী।
প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী প্রবীর কুমার বর্মন, নির্মল কর্মকার, অশোক পালকে এই তিন বীরকে উত্তরিয় পরিয়ে এবং সম্মাননা স্মারক ক্রেষ্ট সহ বিভিন্ন উপহার তুলে দেন।