নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিল করতে বিএনপির অনেক প্রার্থী ও নেতা কর্মী তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আজ আসেন। দাখিলের সময় বিএনপির কার্যালয় থেকে কিছুটা দূরে নাইটিঙ্গেল মোড়ে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এটি ককটেল না অন্য কিছু তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ঢাকার দুই সিটি করপোরেশনের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ কারণে দলীয় কার্যালয়ে সকাল থেকে দলের নেতা কর্মীদের আনাগোনা ছিল।