মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আবুল বাশার মোহাম্মদ আবদুস সুবহান মিয়া ওরফে আবদুস সুবহান ওরফে মাওলানা সুবহানের জানাজা শনিবার পাবনা শহরতলীর দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে বাদ জোহর অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর খবরের পর শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। জেলা জামায়াতও কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্য কোনো রাজনৈতিক দল থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রাণদণ্ডে দণ্ডিত হয়ে সাত বছর ধরে মাওলানা সোবহান কারাগারে ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার সকালে লাশ পাবনায় আনা হবে।